Latest

6/recent/ticker-posts

কেউ চাইলেই জামাতে যোগ দিতে পারবে না!

 




কেউ চাইলেই জামাতে যোগ দিতে পারে না। জামায়াত মূলত জন্মলগ্ন থেকেই এই নীতি অবলম্বন করে আসছে। আসলে যে কেউ চাইলেই জামায়াতের সমর্থক হতে পারবে সে হোক কোনো মুসলিম কিংবা অমুসলিম, আমাদের দেশের অনেকেই জামায়াত সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার কারণে ভুল ভাবে,তারা মনে করে জামায়াত বোধ হয় শুধুমাত্র মুসলিম দের কে নিয়ে কাজ করবে এবং এদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আসলে এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। তবে যদি কেউ জামায়াতের কর্মী কিংবা নীতিনির্ধারক হতে চায় তাকে অবশ্যই মুসলিম হতে হবে, এবং তার প্রতিদিনের কিছু রুটিন আছে সংগঠন কতৃক প্রণিত সেই অনুযায়ী চলতে হবে। এবং মাস শেষ তা সংগঠনের কাছে উস্থাপন করতে হবে। কেউ যদি সেই রুটিন কন্টিনিউ করতে পারে তবে তাকে সিলেবাস ভিত্তিক বই পড়তে হবে, কুরআন হাদিস তো আছেই। এরপর পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে তবেই সে জামায়াতের কর্মী হতে পারবে। এবং জামায়াতের রাজনীতি হলো ক্যাডার ভিত্তিক এখানে কেন্দ্রীয় লিডাররা একদম রুট লেবেল থেকে উঠে আসেন, এখানে নেতার ছেলে কোটায় নেতা হবার কোনো সুযোগ নেই।

এ জন্যই বলা হয় কেউ চাইলেই জামায়াত করতে পারে না।

Post a Comment

0 Comments