Latest

6/recent/ticker-posts

আগামী বছর থেকে ১২ লাখ টাকা করে ম্যাচ ফি প্রদান করবে আইসিসি !!

 টেস্ট ক্রিকেটের জৌলুস ধরে রাখতে ২শ' কোটি টাকার তহবিল গঠন করতে যাচ্ছে আইসিসি। আগামী বছর থেকে ১২ লাখ টাকা করে ম্যাচ ফি প্রদানের পরিকল্পনা করছে আইসিসি । 

আইসিসির চাওয়া টেস্ট ক্রিকেটে দলগুলোর আগ্রহ বাড়ুক। এ কারণেই নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ফর‌ম্যাটের আকর্ষণ ধরে রাখতে ২শ' কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করছে। ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। প্রাথমিকভাবে এমন প্রস্তাব করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মার্ক বেয়ার্ড। তার এই প্রস্তাবকে সম্মতি জানিয়েছে ভারত আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।





২০২৫ সাল থেকে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আইসিসির। এই প্রকল্পের বাইরে থাকবেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতের ক্রিকেটাররা। কারণ, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা থাকায় তাদের উপার্জন তুলনামূলক বেশি


 #farukahmed #BangladeshCricketTeam #blitzvision #bcb #BangladeshCricket #বিসিবি #Icc

Post a Comment

0 Comments