আসসালামু আলাইকুম
আজকে আপনাদের সাথে আলোচনা করব ,উচ্চশিক্ষার যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে হট টপিক কিভাবে ফুল ফ্রি স্কলার্শিপ পাব?
এজন্য আমাদের কিছু বিষয় আগে জানা দরকার। আপনি বা আমি যেই উচ্চশিক্ষার জন্য অন্য দেশে এপ্লাই করি সকলেরই একটা লক্ষ্য থাকে। যে ফুল ফ্রী স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়তে যাব। তাই এটা নিয়ে জিজ্ঞেস করা কোন দোষের কিছু নয়।
তবে অনেকেই কোনোকিছুর খোঁজখবর না নিয়েই স্কলারশিপ কেমনে পাবে সেটা নিয়ে জিজ্ঞেস করতে শুরু করে। তাই আজকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব কেমন প্রোফাইল থাকলে আপনি ফুল ফ্রি স্কলার্শিপ পেতে পারেন:
Academic result: স্কলারশিপ জন্য যে কয়টি মাপকাঠি ধারা হয় তারমধ্যে একাডেমিক রেজাল্ট অন্যতম। এটা সাধারণত 4 পয়েন্ট এরমধ্যে 3.50 পেলে পেলে অনেক ইউনিভার্সিটি থেকে একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে মেরিট স্কলার্শিপ পাবেন এবং আপনাকে ফুল স্কলারশিপ সাহায্য করবে। যত ভালো রেজাল্ট বেশি চান্স পাওয়ার কিন্তু এটা সিওর বলা যাবে না যে আপনার একাডেমিক রেজাল্টের কারণেই ফুল স্কলারশিপ পাবেন।
IELTS and SAT:গত কয়েকদিন ধরে কয়েকটি পোস্ট দেখলাম আমার একাডেমি রেজাল্ট মোটামুটি আছে। আমি যদি 1500+ মার্কস তাহলে কি আমি ফুল ফ্রি স্কলারশিপ পাব কিনা ?এখানেও আমি সেই সেম কথাই বলবো যে শুধু একটা দিক থেকে ভালো থাকলেই হবে না সবকিছু বিবেচনা করেই আপনাকে স্কলারশিপ দেওয়া হবে।
IELTS ব্যাপারটা হল এটা একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট এটার সাথে স্কলারশিপের তেমন কোন সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে ইংলিশ প্রধান যে কান্ট্রি থেকে স্টুডেন্টরা যারা এপ্লাই করছে তারা সকলেই ফুল ফ্রী স্কলার্শিপ পাইত। তাই IELTS এর উপরে ডিপেন্ড করে ফুল ফ্রী স্কলার্শিপ পাওয়ার ইচ্ছে বাদ দেন। আপনাকে ইংরেজি দক্ষতা বাড়াতে ভিসা পেতে টা হেল্প করবে কিন্তু স্কলারশিপে আপনি যেমনটা ভাবছেন তেমন ভূমিকা নাই।
Extracurricular activities: স্কলারশিপ এর ক্ষেত্রে একজন স্টুডেন্টকে যখন অন্যজন স্টুডেন্ট থেকে যখন তফাৎ বা পৃথক করার প্রয়োজন পড়ে তখন বিষয়টিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয় তাহলো এক্সট্রা কারিকুলাম একটিভিটিস। যে যত বেশি তার সাবজেক্ট রিলেটেড ভালো মানের এক্সট্রা কারিকুলাম একটিভিটিস করতে পারবে সে অন্য স্টুডেন্ট থেকে ততটা বেশি এগিয়ে থাকবে। সেটার কোন লিমিট নেই ,হয়তবা আপনি আপনার সাবজেক্ট রিলেটেড ফিল্ডে কোথাও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন কিন্তু অন্যদিকে আপনার প্রতিদ্বন্দ্বী সেই ফিল্ডে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে বসে আছে। তাহলে নিশ্চয়ই আপনার থেকে তার গুরুত্ব এডমিশন প্যানেল এর কাছে বেশি থাকবে। তাই মাথায় রাখবেন আপনি যত বেশি এক্সট্রা কারিকুলার একটিভিটিস করেন না কেন আপনার থেকেও বেটার কেউ থাকতে পারে। এই চিন্তা করেই প্রস্তুতি নিবেন। আপনার মত হাজার হাজার স্টুডেন্ট অনেক ভালো ভালো এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস নিয়ে একটা ফুল ফ্রী স্কলারশীপের জন্য আপনার সাথে লড়ছে তাই আপনাকে আগে তাদের সমান যোগ্যতা অর্জন করতে হবে তারপরেই প্রতিযোগিতায় নামতে হবে।
এগুলো ছাড়াও ESSAYS, রিকমেন্ডেশন লেটার ,ইন্টারভিউ ও অন্যান্য ডকুমেন্টের উপর নির্ভর করে আপনি ফুল ফ্রি স্কলার্শিপ পাবেন কি না।
সর্বশেষ একটা কথাই বলতে চাই আপনি যাকে জিজ্ঞেস করো না কেন তারা হয়তো বা ঘুরেফিরে এগুলো বলবে।তাই নিজেকে আগে ভালোভাবে তৈরি করুন ,তারপরে আপনি নিজেই বুঝে যাবেন আপনি ফুল ফ্রী স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা!
0 Comments