Latest

6/recent/ticker-posts

Financial aid vs Scholarship


 আসসালামু আলাইকুম
আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব উচ্চশিক্ষার আমেরিকায় উচ্চশিক্ষার প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন গুলোর একটি যেটি হল Financial aid vs Scholarship :


আমেরিকাতে ইন্টারন্যাশানাল স্টুডেন্টদের জন্য সাধারণত তিন ধরনের স্কলারশিপের ব্যবস্থা আছে :

1 Need blind
2 Merit based scholarships
3 Need based scholarships


Need blind:এই ধরনের স্কলারশিপ বলতে সাধারণত বুঝায়, আপনি যদি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চান্স পান । তাহলে বিশ্ববিদ্যালয়ের চার বছরের যাবতীয় খরচ তারা বহন করবে। টিউশন ফি থেকে শুরু করে আপনার থাকা খাওয়া সব কিছু আপনাকে একটা টাকাও ইউনিভার্সিটিকে দিতে হবে না। শুধু ইউনিভার্সিটি তে চান্স পেলেই হবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লেখাপড়া চালিয়ে যেতে পারলেই হবে।

Merit based scholarships :এ ধরনের স্কলারশিপ সাধারণত আপনার প্রোফাইলের সবকিছু বিবেচনা করে দেওয়া হয় যেমন আপনার সিজিপিএ ,এক্সট্রা কারিকুলাম একটিভিটিস , IELTS,SAT এটা যার যার প্রোফাইল এর উপরে ডিপেন্ড করে 30% থেকে ফুলব্রাইট পর্যন্ত পেতে পারে।

Need based scholarships:এ ধরনের স্কলারশিপ সাধারণত আপনার পারিবারিক অবস্থা বিবেচনা করে দেওয়া হয়। যেমন একটা ইউনিভার্সিটির এক বছরের খরচ 50000 ডলার। আপনার মেরিট স্কলারশিপ 30000 ডলার ,আপনার পরিবার ইউনিভার্সিটিকে দিতে পারবে 10000 ডলার তারপর যে 10,000 ডলার বাকি থাকে সেটার জন্য আপনি ইউনিভার্সিটি তে এপ্লাই করেন তাহলে ইউনিভার্সিটি যদি মনে করে আপনি সেই আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য তাহলেই ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ টি দিয়ে থাকবে।

N.B: ভালো লাগলে পোস্টগুলো শেয়ার করবেন। কারণ আপনারা যত বেশি আমার পোস্টগুলো দেখবেন ততবেশি আমার লেখার প্রতি আগ্রহ বাড়বে।

Post a Comment

0 Comments