![]() |
Credit: Google |
আমেরিকাতে সাধারণত তিন সেমিস্টার এ আবেদন করা যায়। ফল, স্প্রিং ও সামার সেমিষ্টার, তবে এরমধ্যে ফল সেমিস্টারেই বেশিরভাগ স্টুডেন্ট আবেদন করে থাকে ও এই সময়ে আবেদন করলে স্কলারর্শিপ ও ফাইন্যান্সিয়াল হেল্প বেশি সম্ভাবনা থাকে।
FALL: ফল সেমিস্টারের আবেদন সাধারণত আগস্টের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে থাকে।ফলের ক্লাস শুরু হয় আগস্ট-সেপ্টেম্বর মাসে।
FALL সেমিস্টার সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:
Early Decision:সাধারণত আগস্টে এক তারিখ থেকে নভেম্বের এক তারিখ পর্যন্ত এই সময়ে এপ্লাই চলে এবং এটা রেজাল্ট সাধারণত 15 ই নভেম্বর থেকে 15 ডিসেম্বরে ইউনিভার্সিটি গুলো দিয়ে থাকে। এখানে আপনার সাধারণত আপনার পছন্দের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি থাকবে এবং আপনি একটি ইউনিভার্সিটি তে এপ্লাই করতে পারবেন। এই সময় এবং আপনি যদি আপনার কাঙ্খিত ইউনিভার্সিটি পেয়ে যান এবং আপনার সকল চাওয়া পাওয়া যেমন স্কলার্শিপ চাহিদামত তারা দিতে পারে তাহলে আপনাকে এখানে ভর্তি হতে হবে।
Early Action: Early Decision এর মত কোন কোন বাধা ধরা নাই। আপনি ইচ্ছা করে অ্যাপ্লাই করতে পারেন। যারা Early Action অফার করে এটার সাধারণত 15 ই নভেম্বর থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত এপ্লাই হয়ে থাকে। এটার রেজাল্ট 15 ডিসেম্বর থেকে জানুয়ারি 15 তারিখের ভিতরে থাকে ইউনিভার্সিটি গুলো।
Regular Decision: এটা নরমাল ভাবে অ্যাপ্লাই হয়ে থাকে। সাধারণত ডিসেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গ্রহণ করা থাকে। আপনি যেকোনো টাইমে অ্যাপ্লাই করতে পারেন।এর রেজাল্ট সাধারণত মার্চ, এপ্রিল মাসে দিয়ে থাকে।
SPRING: স্প্রিং সেমিস্টারের আবেদন শুরু হয় মাস থেকে মার্চ থেকে মে পর্যন্ত এবং ক্লাস শুরু হয় জানুয়ারিতে।
SUMMER: সেমিস্টারের আবেদন শুরু হয় জুলাই-আগস্টে ও ক্লাস শুরু হয় পরের বছর জুন মাসে।
এছাড়াও রোলিং অ্যাপ্লিকেশন নামে আরো একটি এপ্লাই ব্যবস্থা চালু আছে। যেটা করতে আপনার কোন টাইম বা ডেডলাইন ফলো করতে হবে না। আপনি এপ্লাই করবেন এবং ইউনিভার্সিটি যখন আপনার প্রোফাইল রিভিউ করা শেষ হবে সে চাইলে যেকোনো টাইমে আপনাকে রেজাল্ট দিতে পারে।
N.B: ভালো লাগলে পোস্টগুলো শেয়ার করবেন। কারণ আপনারা যত বেশি আমার পোস্টগুলো দেখবেন ততবেশি আমার লেখার প্রতি আগ্রহ বাড়বে।
0 Comments