Latest

6/recent/ticker-posts

আমেরিকাতে এপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে।

আজকে আলোচনা করব আমেরিকাতে এপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে।

1 ট্রান্সক্রিপ্ট: নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রেজাল্টের মার্কশীট ।আমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সাধারণত সেগুলোর সার্টিফিকেট লাগে। স্কুলে সাধারণত বাংলাদেশের নিয়ম অনুযায়ী নবম শ্রেণীর দুই পরীক্ষা, দশম শ্রেণীতে তিনটি ,একাদশ শ্রেণি দুই পরীক্ষা ও দ্বাদশ শ্রেণীতে তিনটি পরীক্ষায় থাকে একটি অর্ধ ও বার্ষিক। দশম ও ও দ্বাদশ শ্রেণীতে এক্সট্রা টেস্ট পরীক্ষা এখানে থাকবে এই সার্টিফিকেটগুলো দিলেই হবে।

2 ইংলিশ প্রফিশিয়েন্সি রেজাল্ট: আইএলটিএস,টোফেল,ডুওলিংগো যে কোন একটা ইংলিশ টেস্ট এর রেজাল্ট দিলেই হবে।

3 স্যাট রেজাল্ট : অপশনাল তবে ভালো স্কলারশিপ পেতে স্যাট রেজাল্ট অনেক সাহায্য করবে।

4 এক্সট্রা কারিকুলাম একটিভিটিস (যদি থাকে)

5 রেকমেন্ডেশন লেটার: একটি কাউন্সিলরের বাকি দুটি ক্লাস টিচারের আপনার পছন্দমত আপনার গ্রুপ সাবজেক্ট এর বা যে কোন দুজন টিচারের থেকে নিতে পারেন।

6 এডমিশনের জন্য অনেক ইউনিভার্সিটি এসএ লিখতে বলে সেগুলো লিখতে হবে।

7 ব্যাংক স্টেটমেন্ট : যদিও এটা অপশনাল তবে কিছু কিছু ইউনিভার্সিটি এপ্লাই এর সময় ব্যাংক স্টেটমেন্ট চেয়ে থাকে ।

8 টেক্স ডকুমেন্ট: এটা সাধারণতফাইন্যান্সিয়াল এইট এর জন্য এপ্লাই সময় লাগবে এটা অপশনাল যদি থাকে তাহলে দিতে হবে।

N.B: ভালো লাগলে পোস্টগুলো শেয়ার করবেন। কারণ আপনারা যত বেশি আমার পোস্টগুলো দেখবেন ততবেশি আমার লেখার প্রতি আগ্রহ বাড়বে।

Post a Comment

0 Comments