Latest

6/recent/ticker-posts

বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি

 তাবলীগ জামাতে সাদপন্থিদের প্রতিরোধ করার ঘোষণার পর এবার হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই পক্ষ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যোবায়রের সঙ্গে সাদপন্থীদের মধ্যে এই বিতর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটে।


সাদপন্থিরা অভিযোগ করেন, জোহরের নামাজের পর তারা তালিম দেওয়ার পূর্বে ঘোষণা করেন। এরপর, যখন তাদের মুরব্বী কথা বলতে মিম্বরের পাশে দাঁড়ান, তখন যোবায়েরপন্থীরা তাদের ওপর আক্রমণ করে বলে দাবি করেন তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় একপক্ষ অপর পক্ষকে চড়-থাপ্পড় মেরে ও জামা টেনে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।

উল্লেখযোগ্য, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন আয়োজন করে যোবায়েরপন্থী গোষ্ঠী। সম্মেলনে সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবারও সাদপন্থীদেরকে মসজিদে কোনো কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করেছেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের সদস্যরা। পরদিন সরাসরি বাধা দেওয়ার অভিযোগ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

Post a Comment

0 Comments