শোক দিবসের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদ ও খুনি শেখ হাসিনাসহ কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আন্দোরনকারীরা জানান, দেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। হাসিনার নির্দেশেই বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র ভাই-বোনদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আহত করে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার ছাত্র-জনতাকে। তার নির্দেশেই লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান টিপু গুলি করে হত্যা করেছে চার শিক্ষার্থীকে।
খুনি হাসিনা ও লক্ষ্মীপুরের সন্ত্রাসী টিপুসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে ফাঁসির দাবি জানান তারা। একই সঙ্গে শোক দিবসের নামে আওয়ামী সন্ত্রাসীরা নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে প্রস্তুত রয়েছে বলে জানান বক্তারা।
0 Comments