উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে যাওয়ার সময় যে পরীক্ষাগুলো দিতে হয় তার মধ্যে অন্যতম SAT । আজ কথা বলব SAT নিয়ে ,SAT এক্সাম এর পূর্ণরূপ Scholastic Assessment Test। যেটা তারা সাধারণত হাইস্কুলের শিক্ষা দক্ষতা যাচাই করা হয় এই পরীক্ষাটি সাধারণত 1600 মার্কে হয়ে থাকে যার মধ্যে ইংরেজিতে 800 এবং গণিতে 800 থাকে ।
SATপরীক্ষা সাধনত দুই প্রকার:
- পেপার লিখিত পরীক্ষা
- অন্যটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেমন কম্পিউটার ল্যাপটপ কিংবা ট্যাবের মাধ্যমে ডিজিটাল SAT পরীক্ষা ।
ডিজিটাল SAT হল SAT এর একটি নতুন সংস্করণ যা কাগজ এবং পেন্সিলের পরিবর্তে কম্পিউটার এবং ট্যাবলেটে মাধ্যমে দিতে হয় । আগের থেকে পরীক্ষা আরো অল্প সময়ে নেয়া হয়।
ডিজিটাল SAT পরীক্ষার সময়:
ডিজিটাল স্যাট দুটি বিভাগে বিভক্ত: Reading ,Writing এবং Math।
ডিজিটাল SAT-এর জন্য মোট পরীক্ষার সময় হল 2 ঘন্টা এবং 14 মিনিট। এর মধ্যে রয়েছে Reading এবং Writing বিভাগের জন্য 64 মিনিট, Math বিভাগের জন্য 70 মিনিট এবং বিভাগগুলির মধ্যে 10 মিনিটের বিরতি।
রিডিং অ্যান্ড রাইটিং সেকশন
ডিজিটাল SAT-এর Reading এবং Writing বিভাগে দুটি মডিউল রয়েছে, প্রতিটিতে 27টি প্রশ্ন রয়েছে। এই বিভাগের জন্য মোট পরীক্ষার সময় হল 64 মিনিট। প্রথম মডিউলটিতে Multiple choice, drag-and-drop, and fill-in-the-blank বিভিন্ন ধরণের প্রশ্ন রয়েছে।দ্বিতীয় মডিউলটিতে সাধারণত প্রথম মডিউলে শিক্ষার্থীরা কেমন পারফরম্যান্স করেছে তার উপরে ভিত্তি করে প্রশ্ন করা হয় ।
গণিত বিভাগ
ডিজিটাল SAT-এর গণিত বিভাগে দুটি মডিউল রয়েছে, প্রতিটিতে 22টি প্রশ্ন রয়েছে। এই বিভাগের জন্য মোট পরীক্ষার সময় হল 70 মিনিট। প্রথম মডিউলটিতে Multiple choice, grid-in,এবং multiple answer বিভিন্ন ধরণের প্রশ্ন রয়েছে। দ্বিতীয় মডিউলটি প্রথম মডিউলে শিক্ষার্থীরা কেমন পারফরম্যান্স করেছে তার উপরে ভিত্তি করে প্রশ্ন করা হয় ।
ডিজিটাল SAT পরীক্ষার সময়
ডিজিটাল SAT-এর জন্য মোট পরীক্ষার সময় হল 2 ঘন্টা এবং 14 মিনিট। এর মধ্যে রয়েছে Reading এবং Writing বিভাগের জন্য 64 মিনিট, Math বিভাগের জন্য 70 মিনিট এবং বিভাগগুলির মধ্যে 10 মিনিটের বিরতি।
SAT পরীক্ষার প্রস্তুতি:
SAT পরীক্ষার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিতে পারেন বাংলাদেশ কয়েকটি বই প্রচলিত আছে যেগুলো ডিভিশন দিতে পারেন যেমন
1 Khan Academy
2 Erica L. Meltzer স্যারের SAT reading , SAT writing, SAT grammer , College Panda SAT math কয়েকটি বই প্রচলিত আছে
3 Princeton Review's SAT Premium, Barron's SAT দেখতে পারেন।
4 College Board থেকে SAT প্রস্তুতি নিতে পারেন।
এছাড়াও অনেক কোচিং সেন্টার আছে ঢাকাতে সেখান থেকে প্রস্তুতি নিতে পারেন। বইগুলো সহজে অনলাইনে বা ঢাকার নীলক্ষেত বই মার্কেটে গেলে পাবেন।
1 Comments
Informative content
ReplyDeleteThank you so much.