আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের সাথে কথা বলব IELTS পরীক্ষা নিয়ে। উচ্চশিক্ষার জন্য যেকোনো কান্ট্রিতে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরতে পারেন অনিবার্য। যারা নতুন আছেন তারা IELTS কিভাবে শুরু করতে পারেন সে ব্যাপারে আজকে বেসিক ধারণা দিব।
IELTS একটি ভাষা দক্ষতা পরীক্ষা যেখানে আপনার ইংরেজিতে দক্ষতা যাচাই করা হয। IELTS সাধারণত দুই ধরণের একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একাডেমিক অসাধারণ স্টুডেন্টদের তাদের জন্য যারা উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে গমন করে আর জেনারেল আইএলটিএস হলো চাকরি বা ইমিগ্র্যান্ট ভিসা যারা বিদেশ গমন করে তাদের জন্য। IELTS সাধারণত চার ভাগে বিভক্ত রিডিং ,রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। IELTS এর টোটাল মার্ক বা ব্র্যান্ডের স্কোর 9 যার মধ্যে উচ্চশিক্ষার জন্য সর্বনিম্ন ইউনিভার্সিটি ব্রান্ডের স্কোর প্রত্যেক ক্যাটাগরি থেকে 6-6.5 দাবি করে থাকে তার থেকে বেশি পেলে আপনার প্রোফাইল আরো স্ট্রং হবে। তবে হাই রেংক ইউনিভার্সিটিগুলো আরো বেশি চেয়ে থাকে।
কিভাবে ।ELTS পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন?
১ প্রথমত শুরু করার জন্য আপনাকে ক্যামব্রিজ ইংলিশের ।ELTS বই আছে যেগুলোর 8 পরবর্তী এই পর্যন্ত যে বইগুলো বের হয়ে গেছে হয়েছে সেগুলো দিয়ে ।ELTS এর প্রিপারেশন শুরু করতে পারেন।
২ প্রত্যেক জেলা শহর গুলোতে ।ELTS প্রিপারেশন এর জন্য বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে যেগুলোতে আপনি ভর্তি হয় প্র্যাকটিস করতে পারেন।
৩ অনলাইনে অনেকে ।ELTS এর কোর্স করিয়া থাকে। যেখান থেকে আপনি সহজেই বাসায় বসে শিখতে পারেন।
তাছাড়া আমি কিছু ইউটিউব লিংক এবং গুরুত্বপূর্ণ কিছু সাইটের নাম বলছি যেখান থেকে আপনি সহজে ।ELTS জন্য প্রিপারেশন নিতে পারেন।
IELTS: https://rb.gy/xwgojm
https://www.youtube.com/@BanglayIELTS
https://www.youtube.com/@MunzereenShahid
https://www.saifursbd.com/
https://rb.gy/vxgqwv
https://mentors.com.bd/ielts/
N.B: ভালো লাগলে পোস্টগুলো শেয়ার করবেন। কারণ আপনারা যত বেশি আমার পোস্টগুলো দেখবেন ততবেশি আমার লেখার প্রতি আগ্রহ বাড়বে।
0 Comments